ভাস্কর্য ভাঙচুরকারীদের প্রচলিত আইনে বিচার হবে, রাষ্ট্র তাদের ক্ষমা করবে না: আইনমন্ত্রী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে, রাষ্ট্র তাদের ক্ষমা করবে না।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অপপ্রচার বন্ধ করেন, না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ ক্ষমা করবে না।
উপজেলা পরিষদ মিলনায়তনে কসবার ইউএনও মো. নূর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।