প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:২১ পিএম | অনলাইন সংস্করণ
মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বরগুনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার ( ১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। সকাল ৮ টায় গণকবর শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,পুলিশ সুপার মারুফ হোসেন,মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, বিএনপি,উপজেলা পরিষদ,বিভিন্ন সরকারী দপ্তর,পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্য ছিলো রচনা প্রতিযোগিতা,ছবি আকাসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার। এছাড়া,এতিমখানা, কারাগার,হাসাপাতালে উন্নত মানের খাদ্য বিতরন,মসজিদে বিশেষ দোয়ার ও বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়।
একই কর্মসূচি পালিত হয় জেলার উপজেলা সমুহে।