প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:১৪ পিএম | অনলাইন সংস্করণ
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কুমিল্লার সীমান্তবর্তী ২নং সেক্টরের অধীন কটক বাজার ছিলো চরম রণক্ষেত্র, পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে এখানে হতাহত হন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।
তাঁদের স্মরণে কুমিল্লা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্বা সংসদ কর্তৃক নির্মিত ষ্মৃতি সৌধটির আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দুপুরে শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা-৬ ( সদর) আসনের সংসদ সদস্য, কুমিল্লার উন্নয়নের রুপকার হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।