প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে মাদক মুক্ত হিসাবে ঘোষনা করা হয়েছে।
মীরসরাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর)বিকালে বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে এনিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান- প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইটি বিশেষজ্ঞ মাহবুব-উর রহমান রুহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পিপিএম এবং ৯নং ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন এর সম্মিলিত উদ্যোগে একটি ওয়ার্ডকে মাদকমুক্ত গ্রাম ঘোষণার মাধ্যমে মীরসরাইতে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার অংশগ্রহণে আমরা এই উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, আমরা মীরসরাই থানা পুলিশ জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমাদের মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাব। পর্যায়ক্রমে আমাদের এই থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড মাদক মুক্ত করতে সক্ষম হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম দিদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর, উত্তরজেলা ছাত্রলীগ কর্মী রবিউল হোসেন পারভেজ প্রমুখ।
সর্বশেষ, প্রধান অতিথি মাহবুব-উর রহমান রুহেল মীরসরাই সদর ইউনিয়নের আমানটোলা ২ নং. ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। এবং পর্যায়ক্রমে মীরসরাই উপজেলা মাদকমুক্ত হবে বলে পূনরায় আশাবাদ ব্যক্ত করেন।