প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৫:২৪ পিএম | অনলাইন সংস্করণ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মন্তব্য করে বলেছেন ,এবারের মহান বিজয় দিবস সামনে তাকানো, উপলব্ধি ও কর্তব্যের ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মুক্তিযুদ্ধের শহীদ ও নারীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান তিনি।
জয়া আহসান বলেন, ‘কী এক অপূর্ব শুভক্ষণ! বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলছে। আর মহান মুক্তিযুদ্ধের ৫০তম বছর শুরু হতে যাচ্ছে।’
আরও বলেন, ‘এবারে বিজয় দিবসের অন্য রকম আবহ। ফিরে দেখার। সামনে তাকানোর। উপলব্ধির। কর্তব্যের। লাখো শহীদ ও বীরমাতাদের প্রতি বিনত শ্রদ্ধা।’
সম্প্রতি সম্মানজনক মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০-এ সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ভারতীয় বাংলা ছবি ‘রবিবার’-এর জন্য জয়ার এই স্বীকৃতি আসল।
এদিকে বাংলাদেশ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। যার মধ্যে আছে, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা গেরিলাতে অভিনয়ের জন্য পুরস্কারও।
এ ছাড়া তিনি ভারতে জিতেছেন জি সিনে অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ নামি-দামি বেসরকারি পুরস্কার। বর্তমানে তার হাতে আছে ঢাকা-কলকাতার বেশ কিছু ছবি।