প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ২:০০ পিএম | অনলাইন সংস্করণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহান বিজয় দিবসে উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম-সমমনা সংগঠন।
বুধবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এসে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় এসব সংগঠন। পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্বাধীনতার মহানায়ককে স্মরণ করেন।
এ সময় লোকে-লোকারণ্য হয়ে ওঠে ধানমণ্ডি-৩২। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘বিজয় দিবসের অঙ্গীকার/ রুখতে হবে রাজাকার’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ৩২ নম্বর ও এর আশপাশের এলাকা।
আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন– দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।