প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫৭ এএম | অনলাইন সংস্করণ
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিবসটির প্রথম প্রহর সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, থানা পুলিশ বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএনপি, জাতীয় পার্টি, সরকারি এম. আই কলেজ, প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রাজারহাট বিডি ডট কম, আনসার ভিডিপি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, দলিল লেখক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর শহীদদের প্রতি ১ মিনিট শ্রদ্ধা নিবেদন-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ওসি মো: রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা মো: রজব আলী, মন্টু কার্জ্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ঠাঁটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।