প্রকাশ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫০ এএম | অনলাইন সংস্করণ
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম।
মহান এই দিবসটির প্রথম প্রহরে আজ বুধবার সকালে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে বিজয় উৎসবের সুচনা করা হয়।
সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পন করেন রাঙামাটির জেলা প্রশাসক এ,কে,এম মামুনুরর রশিদ, রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির-পিপিএম, বীর মুক্তিাযোদ্ধাগণ, জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলার সিভিল সার্জন বিপাশ খীসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন।
শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের পর পর আগত সকল শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি শপথ বাক্য পাঠ করেন।