প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল। বঙ্গবন্ধু টি-২০ কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা । টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকার দেয়া ১১৭ রানের লক্ষ্য শেষ ওভারে পেরিয়ে যায় চট্টগ্রাম।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন লিটন ও সৌম্য সরকার। ভুল বোঝাবুঝিতে সৌম্য রান আউট হলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি। বাঁহাতি ওপেনার ফেরেন ২৭ রানে।
মোহাম্মদ মিঠুনকে নিয়ে ম্যাচ শেষ করে আসার সুযোগ হেলায় হারান লিটন। আল আমিনকে উড়িয়ে মারতে গিয়ে ৪০ রানে আউট হন তিনি। মিঠুনও ৩৪ রানে ফিরলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। তবে শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত আর কোনো অঘটন ঘটতে দেননি। ৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দলটি।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। সবাইকে চমকে দিয়ে ইনিংস উদ্বোধনে সাব্বির রহমানের সঙ্গে নামেন মুক্তার আলী। তবে ট্রিকটি কাজে আসেনি। দ্রুতই সাজঘরে ফিরে যান দুজন।
মুশফিকের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ১২ রানের বেশি করতে পারেননি নাঈম শেখ। ঢাকার অধিনায়ক ফেরেন ২৫ রানে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ করেন ইয়াসির আলী রাব্বি। শেষদিকে মুশফিকের সমান ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন আল আমিন জুনিয়র।
তবে আর কেউই বড় ইনিংস খেলতে না পারায় ঢাকার সংগ্রহ বড় হয়নি। নিয়মিত আসা যাওয়ার মাঝেই ছিলেন দলটির ব্যাটসম্যানরা। চট্টগ্রামের পক্ষে একাই ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া শরিফুল ইসলাম নেন দুটি উইকেট।
আগামী ১৮ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম।