টাঙ্গাইলে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯:০০ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের সখীপুরে দুই বছরের রাইসা খান নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার হতেয়া গ্রামের কেরানীপাড়ার আরমান খানের বাড়ির রান্নাঘরের লাকড়ির মাচার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।। সে হতেয়া কেরানীপাড়ার ইরাক প্রবাসী রাজু খানের একমাত্র সন্তান।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাতেই ওই বাড়ির মালিক ও শিশুটির প্রতিবেশী দাদা আরমান খান (৩৬),দাদি স্ত্রী সুমা খান (৩০) এবং আরমান খানের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।নিহত ওই শিশু আটক সুমা খানের ভাতিজার মেয়ে। এ ঘটনায় নিহত শিশুর মা নিপা খান বাদী হয়ে সখীপুর থানায় অজ্ঞাত নামা একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে,রাইসা সোমবার বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী দাদা আরমান খানের বাড়িতে যায়। সন্ধ্যায় সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনদের বাড়িসহ আশপাশের পুকুরে খুঁজেও রাইসার খোঁজ পাওয়া যায়নি। রাত ১১টার দিকে এলাকাবাসী নিহত শিশুর প্রতিবেশী ও চাচাতো দাদা আরমানের বাড়ির রান্নাঘরের লাকড়ি ও মাচার আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সখীপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) সাইদুল হক ভূইয়া জানান,শিশুর বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে বুঝা যাবে শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে।