প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৮:১৯ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে মা বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছেলে। আশংকা জনক অবস্থায় তাদেরকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাবাকে তার জমির ধান না দিয়ে ছেলে সহিদুল ইসলাম কেটে নিয়ে যায়। এঘটনায় বাবা বজলু মৃধা (৯০) ও মা সেতারা বেগম(৭০) বাধা দিলে ছেলে সহিদুল ইসলাম ও তার স্ত্রী রেকসোনা বেগম মিলে তাদেরকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
মারধরে বাবা বজলু মৃধার দুটি দাত পড়ে গেছে এবং হাতের আঙুল কেটে ফেলেছে। মা সেতারা বেগমের মাথা ও চোখে গুরুতর জখম হয়েছে। তাদেরকে মঙ্গলবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গুরুতর অসুস্থ বজলু মৃধা জানান, আরো কয়েকবার আমার ছেলে আমাদের মারধর করেছে। তিনি কান্না জড়িত কন্ঠে আরো জানান, আমার স্ত্রী সেতারা বেগম তার বাবার বাড়ির ৩২ শতাংশ জমি কবলা মূলে বিক্রি দিয়ে ছেলেকে বিদেশে(দুবাই) পাঠিয়েছিল আজ সেই ছেলে ওর মাকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে।
এব্যাপারে অভিযুক্ত ছেলে সহিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে মা বাবা মিথ্যা অভিযোগ করেছেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ ওসি মো: জসীম জানান, ঘটনা জানতে পেরে পুলিশ পাঠিয়েছি এবং তারা মামলা দিলে মামলা নেওয়া হবে ।