রেকর্ড গড়ে বৈদেশিক মুদ্রার মজুত ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এবারই প্রথম দেশে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) রেকর্ড করলো । মাত্র দেড় মাসের মাথায় এই রেকর্ডটি গড়েছে। আগের রেকর্ড ভেঙে এবার বৈদেশিক মুদ্রার মজুত ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারই প্রথম বৈদেশিক মুদ্রার মজুত ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করল।
সর্বশেষ গত ২৮ অক্টোবর এ মজুত আরেকটি বিলিয়ন ডলারের ঘর টপকে ৪১.০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। গত বছর এসময় মজুতের পরিমাণ ছিল ৩২.৩৯ বিলিয়ন ডলার।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মূলত করোনাভাইরাসের কারণে অর্থনীতিতে সৃষ্ট নেতিবাচক অবস্থার কারণে আমদানি কমে যাওয়ায় মজুত দিন দিন বাড়ছে।
এ রকম কম আমদানির প্রেক্ষাপটে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেড় বিলিয়ন ডলার বা প্রায় ১২ শতাংশ কমে আমদানি হয়েছে ১১.৭৪ বিলিয়ন ডলার। স্বাভাবিক সময় থাকলে কমপক্ষে ২ বিলিয়ন ডলার এ তিনমাসে অতিরিক্ত আমদানি খাতে ব্যয় হতো।
এছাড়া শিক্ষা ও চিকিৎসাসহ নানা কাজে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হতো, তা করোনাকালীন সময়ে হয়নি। এটিও মজুত বাড়াতে ভূমিকা রাখছে।
অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বড় বিস্ময় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১০.৯০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৭.৭১ বিলিয়ন ডলার। আবার করোনা মহামারির মধ্যে রফতানিও বেড়েছে।