বৌবাজারের আগুনে পুড়লো ৯ টি দোকান, নেভাতে গিয়ে শিশুর মৃত্যু
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৭:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
কুমিল্লায় বৌবাজারের লেপ-তোষকের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. আরাফাত নামে এগারো বছরের এক শিশু মারা গেছে। আরাফাত চাঁনপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডে লেপ-তোষকের দোকানসহ ৯টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার শহরতলী চাঁনপুর বৌবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন আগুনে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. জসীম উদ্দিন বলেন, বাজারে অগ্নিকাণ্ড দেখে শিশু আরাফাত আগুন নেভাতে যায়। ওই শিশু সাবধানতা অবলম্বন না করায় তার গায়ে আগুন ধরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
তিনি জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে লেপ-তোষকের দোকান ছাড়াও জুতা, মোবাইল ফোন, মুদি, কসমেটিক দোকনসহ আরও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।