প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৬:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নববধূ ও এক শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্ট গার্ড। এছাড়া ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে ৮০-৮৫ জন যাত্রী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসেন। জানিয়েছেন, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় উদ্ধারকারী লোকজন এবং বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে ঢালের চরের উদ্দেশ্যে রওয়ানা হয়। তীব্র স্রোতের মুখে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানিয়েছেন, ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পর ২৫ থেকে ৩০ জন যাত্রী সাঁতরে ও নদীতে থাকা মাছ ধরার জেলেদের সহায়তায় তীরে ওঠেছেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় নিহত নববধূর নাম তছলিমা আক্তার (২১) বলে জানা গেছে। উদ্ধারকৃত অন্য লাশের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, আছমা আক্তার (১৯), আফরিমা আক্তার লামিয়া (২), লিলি আক্তার (৮) ও হোসনে আরা বেগম (৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যান্য লাশ ও নিখোঁজদের পরিচয় মেলেনি।