প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৬:৩০ পিএম | অনলাইন সংস্করণ
এনজিওর ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কুমিল্লার দাউদকান্দিতে কামাল হোসেন নামে এক চা বিক্রেতা দোকানেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির সিংগুলা গ্রামে নিজ দোকানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিহত চা-বিক্রেতা মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নিহত চা বিক্রেতা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ মঙ্গলবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ৪/৫টি এনজিও থেকে টাকা তোলেন। ওই টাকা নিয়ে প্রায়ই এনজিও কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হতো। দেনার দায়ে আগেই বসত বাড়ি বিক্রি করে দিয়েছেন স্বামী। এখন ছোট ছোট দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই।
ইলেটগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। চা বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন। চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার অন্তর্ভুক্ত করার।