ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণের ঘোষণা তাপসের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৫:১৬ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘোষণা দিয়ে বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সড়কের ওপর থাকা ঝুলন্ত তার অপসারণ না করলে ফের অভিযান চালাবো।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, এই ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচে নিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজনে নিজ উদ্যোগে আমরা তার মাটির নিচে নিতে দেবো। এজন্য সিটি কর্পোরেশন কোনো ফি নেবে না। কিন্তু ডিসেম্বরের মধ্যে ও তার অপসারণ না করলে আমরা আবার অভিযানে যাব।
তিনি আরো বলেন, ঝুলন্ত তারের মতো অবৈধ মার্কেট, দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে ও অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ দখল প্রসঙ্গে ডিএসসিসি মেয়র তাপস বলেন, অবৈধ মার্কেট, দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান না। তবে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবেন তাদের পুনর্বাসনে সিটি কর্পোরেশন কাজ করবে।
ব্রিফিং শেষে মেয়র স্থান ত্যাগ করার পর ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম সাংবাদিকদের বলেন, এটা জানুয়ারি-ফেব্রুয়ারির আগে সম্ভব হবে না। ধানমন্ডিকে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে অনেক কাজ আছে।
ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট এস এম আনোয়ার পারভেজসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।