থানা জনগণের নিরাপদ আশ্রয়, হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না:বেনজীর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
'থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়। তাই থানা কখনো হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কেউ যদি থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনো জায়গা হবে না।
আইজিপি আরো বলেন, সমাজে কোনো অপরাধ হলে মানুষ আইনের দ্বারস্থ হয়। আর সেজন্য প্রথমেই ভুক্তভোগী থানাকে বেছে নেন এবং থানায় এসে অভিযোগ করেন। কিন্তু সেখানেই যদি মানুষকে হত্যার পরিকল্পনা করা হয় তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যত উচ্চপদস্থ কর্মকর্তা হোন না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।
‘পুলিশ অপারেশনাল গিয়ার টেকনিক্যাল বেল্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের আদলে পুলিশের জন্য এই বেল্ট সরবরাহ করা হচ্ছে। দায়িত্বকালীন কোনো পুলিশ সদস্য ছোট ছোট আগ্নেয়াস্ত্র থেকে তার নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী এখানে রাখতে পারবেন। স্বাচ্ছন্দে তার দায়িত্ব পালন করতে পারবে। এই বেল্ট প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সরবরাহ করা হবে। ক্রমান্বয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে দেওয়া হবে।’