প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৩:১৮ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আরেকজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই পলাতক রয়েছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার ১২ ঘটিকার দিকে তাদের আটকের বিষয়ে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন সহকারী পরিচালক সিরাজুল ইসলাম (মকুল)।
গেল রাতে পৌরসভার অলিয়াবাদ সী বীচ রোড সংলগ্ন হাইস্কুল মার্কেটের পূর্ব পাশে নাজির আহমদের দোকানের সামনে থেকে তাকে ৫ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে তারই তথ্যের ভিত্তিতে তার সহযোগী নাজির পাড়া এলাকার এখলাছ মিয়ার পুত্র হারুন অর রশীদের বাড়িতে অভিযান পরিচালনা করে আরো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম মুকুল জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রথমবারের মত ১৬৪ ধারা জবানবন্দিতে আরো দুজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।