চবি শিক্ষক সমিতি ও হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে ওয়েবিনার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:৪৫ পিএম | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর মধ্যে এক সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের যৌথ উদ্যোগে ১২ ডিসেম্বর এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম। অনুষ্ঠানটিতে বিএইচবিএফসির পক্ষে সার্বিক বিষয়ে পেপার প্রেজেন্টেশন করেন মহাব্যবস্থাপক জনাব চানু গোপাল ঘোষ এবং প্যানেল সদস্য হিসেবে সকল মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি