প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:২৩ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১:৩৩ পিএম | প্রিন্ট সংস্করণ
চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা। নতুন বছরে নতুন পরিচয়ে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার খাতায় নাম লিখবেন এই গ্ল্যামারকন্যা। অভিনয়-প্রযোজনা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গেৃ
প্রযোজনার বিষয়টি নিয়ে বলুন?
চলচ্চিত্র নয়, টিভি নাটকই প্রযোজনা করার কথা ভাবছি। অনেকের হয়ত প্রশ্ন জাগতে পারে চলচ্চিত্রের মানুষ হয়ে টিভি নাটক কেন প্রযোজনা করছি। সত্যি বলতে, ফিল্ম প্রযোজনা করার মতো টাকা আমার নেই। তাই টিভি নাটক দিয়ে নতুন এই কাজটা শুরু করতে চাই। প্রাথমিক ভাবে তিনটি নাটক নির্মাণ করবো। যদি লোকসান না হয় তাহলে নিয়মিত প্রযোজনা করবো।
করোনাকালীন এই সময়ে কাজের ব্যস্ততা কেমন?করোনাকালীন এই সময়ে বেশ কিছু বড় প্রজেক্টের কাজ ছেড়ে দিয়েছি । এগুলোর বেশির ভাগ শুটিং আউটডোরে ছিলো। তাই কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি নিজেই করোনায় আক্রান্ত হয়েছি। বাসায় আমি বাবা-মা’র সাথে থাকি। তাদের দুজনের বয়স হয়েছে। এ কারণে আউটডোরের কাজের রিস্ক নিচ্ছি না।
এই সময়ে তমার ব্যস্ততা কী নিয়ে? এ সময়ে আমি পরিবারের সঙ্গেই থাকছি। এছাড়া দেশটিভির প্রিয়তমার প্রিয়মুখ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। কারণ এরজন্য আমাকে বেশি সময় বাইরে থাকতে হচ্ছে না।
কয়টি চলচ্চিত্রে কাজ করছেন?আমার হাতে এখন তিনটি চলচ্চিত্র আছে। এরমধ্যে শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের ছবিটির শুটিং শেষ করেছি। অন্য দুটি ছবি হলো শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ ও আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।
নতুন কোনো ছবি নিয়ে পরিকল্পনা আছে?কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করা হবে না। কারণ আমি গল্পভিত্তিক চলচ্চিত্রে কাজ করতে চাই। যদিও এই সময়ে আমাদের ফিল্মের শিল্পীরা গল্পভিত্তিক ছবির কাজ কম পাচ্ছেন। গল্প ভিত্তিক ছবিগুলো বেশির ভাগ টিভি নাটকের শিল্পীদের কাছে চলে যাচ্ছে। অনেকে ভাবেন ফিল্মের শিল্পীরা শুধু গ্ল্যামারবেইজ কাজ করতে চায়। আসলে এখন আর আগের সেই সময় নেই। সব কিছুতে পরিবর্তন এসেছে। আমরা ফিল্মের শিল্পীরাও এমন ভালো কাজের সঙ্গে থাকতে চাই।