মেজাজ হারিয়ে বিতর্কের ঝড় তুললেন মুশি!
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
ক্রিকেট ভদ্রলোকের খেলা। এসন একটি ধারনা এতদিন বয়ে বেড়িয়েছে ক্রিকেট। কিন্তু সেই ভদ্রলোকের খেলায় কালিমা লেপে দিলেন টাইগার দলের সবচেয়ে ভদ্রলোক বলে পরিচিত মুশফিকুর রহিম। গতকাল তিনি নিজের গড়েওঠা চরিত্রকে এভাবেই প্রভাবেই কাঠগড়ায় তুললেন তিনি। গতকালের এই আচরণে অবাক হয়েছেন ক্রিকেট মহল। কিন্তু কেন তিনি এমন আচরণ করলেন সেটাই বোধগম্য নয়। হয়ত এদিন চাপে ছিলেন অথবা নিজেকে কন্ট্রোলে রাখতে ব্যর্থ হয়েছেন।
দ্দরু টা এভাবেই। বরিশালের ১৩ তম ওভার। নাসুমের বলে এক বাহারি ছক্কা হাকান বরিশালের আফিফ। আর তাতেই মেজাজ বিগড়ে যায় বেক্সিমকো ঢাকার দলনায়ক মুশফিকের। তখন তিনি স্পিনার নাসুমের দিকে মারমুখি ভঙ্গিতে তেড়ে আসেন। এমনকি মারার জন্য হাতও তোলেন। এরপর আবার ১৭তম ওভারে মেজাজ হারান মুশি। শফিকুলের বলে আফিফ উইকেটের পিছনে ক্যাচ দেন। সেটি ধরতে উইকেটের পেছন থেকেই ছুটে যান মুশফিক। ওই ক্যাচ ধরতে ছুটছিলেন নাসুমও। কিন্তু শেষ পর্যন্ত নাসুম দাঁড়িয়ে থেকে মুশফিককে ক্যাচ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আফিফের ক্যাচ ধরে মুশফিক ফের একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন!তখন স্বাভাবিকভাবেই অধিনায়কের কাছ থেকে এমন আচরণ পেয়ে বিস্মিত ছিলেন নাসুম। উইকেট পেয়ে যেখানে উল্লাস করার কথা, উল্টো নাসুম পেলেন ‘অপ্রত্যাশিত’ আচরণ। যা ক্রিকেটের চেতনার সঙ্গে বড্ড বেমানান। অবশ্য এলিমেনেটর ম্যাচে কেবল নাসুমের সঙ্গেই মুশফিক এমন আচরণ করেননি। পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছন থেকে বাজে আচরণ করতে দেখা গেছে তাকে! যা তার এতদিনের ভদ্রআচরণের মুখে কালি ছিটিয়ে দিয়েছে।