প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
অলিম্পিকে চিরকালই ডোপিং হয়, বললেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। ক্রীড়াজগতের সবথেকে বড় ইভেন্টের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুললেন সর্বকালের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেল্পস। অলিম্পিকে ২৩টি সোনা জয়ী ফেল্পস বলেছেন, চিরকালই নিষিদ্ধ ড্রাগ নিয়ে অস্বচ্ছতা রয়েছে এবং আসন্ন টোকিও অলিম্পিকেও এর ব্যতিক্রম হবে না।
ফেল্পস আরও বলেন, বর্তমান সাঁতারুরা অনেকেই ভাল ফলের জন্য নিষিদ্ধ ড্রাগস নেন এবং এরাই টোকিওতে নামবেন। তিনি আরও জানান, তার সময়ও অনেকে ড্রাগস নিতেন। কিন্তু সবাই ধরা পড়তেন না। তিনি বলেন, তাকে যতবার ডোপ পরীক্ষা দিতে হয়েছে ততবার অন্য কাউকে দিতে হয়নি। অলিম্পিকের মতো ইভেন্টকে দশে ৪ অথবা ৫-এর বেশী দিতে রাজি হননি ফেল্পস।
এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই নিয়ে কোনো মতামত দেয়নি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে চারটি সোনার পদক জিতেছিলেন ফেল্পস। কিন্তু সেই অলিম্পিকেই ডোপিংয়ের দায়ে ১৩০ জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছিল।নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালের রিও অলিম্পিকে ১১০০০-এর মধ্যে প্রায় ১০০ জন ক্রীড়াবিদকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয় অথবা তাদের পাওয়া পদক ফিরিয়ে দিতে বলা হয়।