শিরোনাম: |
জুভেন্টাসে যাওয়ার পর ইতালিয়ান ক্লাবটির হয়ে গত রোববার শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ যুবরাজ। তার দুই পেনাল্টিতে জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাি ম্পয়নরা।অবশ্য চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচটাও ছিল পেনাল্টিময়। বার্সেলোনাকে ৩-০ গোলে হারানো ম্যাচটায় দুটি গোলই পেনাল্টি থেকে করেছিলেন জুভেন্টাস প্রাণভোমরা। তবে জয়টা বড় ব্যবধানে এলেও পিরলোর জুভেন্টাসকে গোল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘ সময়। ৫৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনি বল ফ্লিক করেছিলেন পাউলো দিবালাকে। এর পর কাছের পোস্টে বল পাঠিয়ে মৌসুমের প্রথম গোল তুলে নিয়েছেন দিবালা। এরপর আরও গোল পেতে পারতেন তিনি। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়েছে তা।এর পর ৭৮ ও ৮৯ মিনিটে দুটি গোলই আসে পেনাল্টি থেকে। তাতে লিগে ১০ গোল হয়ে গেছে রোনালদোর। এর আগে ৬১ মিনিটে স্তুয়ারারোর গোলে একটি গোল শোধ দিয়ে সমতা ফিরিয়েছিল জেনোয়া।এদিকে প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে ফুলহাম। অবশ্য একটা সময় পর্যন্ত মনে হচ্ছিলো ম্যাচটা বোধহয় ফুলহামই জিততে যাচ্ছে। ২৫ মিনিটে কোর্ডোভা রেইডের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৭৯ মিনিটে সালাহর পেনাল্টি থেকে সমতায় ফেরায় লিভারপুল।১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহাম। সমান ম্যাচে লিভারপুলেরও সমান ২৫ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে তারা অবস্থান করছে দুইয়ে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |