পাকিস্তান দলে রশিদ লতিফের প্রেসক্রিপশন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
নিউজিল্যান্ড সফরের মতো চ্যালেঞ্জিং সিরিজে এমন একজনকে না পাওয়া মানে দলের জন্য বড় ধাক্কা । বাবর আজম কেবল দলীয় অধিনায়কই নন, ব্যাট হাতেও পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম বাবর আজম। তবে এমন মন্দেরও একটি শুভ দিক দেখতে পেলেন দলটির প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। সেই মোতাবেক দলের জন্য একটি প্রেসক্রিপশনও দিয়েছেন। রশিদ মনে করেন, এই সুযোগে পাকিস্তান পেতে পারে নতুন কোনো তারকা।
চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান পাচ্ছে না অধিনায়ক ও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান বাবরকে। তার ঘাটতি পূরণ করা কঠিন। তবে নিজের ইউটিউব চ্যানেলে লতিফ দেখিয়ে দিলেন এটিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পথ।‘ বাবর আজমকে হারানো অনেক বড় ক্ষতি। আশা করি সে দ্রুত সেরে উঠবে। তবে এটি শাপেবরও হয়ে উঠতে পারে আমাদের জন্য। অনেক সময় বড় তারকারা চোট পেলে নতুন কাউকে বের করে আনার পথ তৈরি হয়। বাবরের অনুপস্থিতিতে যদি আব্দুল্লাহ শফিক ও হায়দার আলি ইনিংস শুরু করে, তারা হয়তো সুযোগ কাজে লাগাতে পারবে এবং পাকিস্তান পেয়ে যাবে নতুন একজন তারকা।’অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়ে পিএসএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা পাওয়া হায়দার এর মধ্যেই দেখিয়েছেন নিজের প্রতিভার ঝলক। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ জেতানো ফিফটির পর ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান আরেক ম্যাচে খেলেন ক্যামিও ইনিংস।ঘরোয়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে নজরে আসা শফিকের অভিষেক হয় ওই জিম্বাবুয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে। ২১ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪১ রান করে।লতিফের চাওয়া, বাবরের জায়গায় ওপেন করার সুযোগ যেন তরুণদেরই দেওয়া হয়।আগামী শুক্রবার থেকে পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।