প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
ভিভ রিচার্ড, ব্রায়ান লারার উইন্ডিজকে পাড়ার দলে পরিণত করে নিউজিল্যান্ড একবারে হোয়াট ওয়াশ করেছেড়েছে। দুই টেস্টেও দুটিতেই উইন্ডিজ ইনিংস পরাজয় শিকার হয়েছে। ফলে কোন প্রতিদ্বন্দ্বিতায় হয়নি। প্রথম টেস্ট হারার পর সেভাবে উইন্ডিজকে ঘুরে দাড়াবার কথা ছিল কার্যত তারা সেখান থেকে একেবারেই হাল ছেড়ে দিয়েছে। তাই শেষ টেস্টেও তাদের সঙ্গী হলো ইনিংস পরাজয়। কতদিন এভাবে লজ্জাজনক হার উইন্ডিজ হারেনি সে পরিসংখ্যান হাতের কাছে নেই। তবে এবারের হারে তাদের ক্রিকেট মেরুদ- যে বিকল হয়ে পড়েছে তা না বললেও চলে। কারণ, তারা যে ম্যাচটি হারছে এটি স্পষ্ট হয়ে গিয়েছিল খেলার তৃতীয় দিনেই। ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় একটুও ছিল না। যেটা দেখার ছিল ওয়েস্ট ইন্ডিজ ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা। ফলঅনে পড়ার আগে অভিষিক্ত জশুয়া দা সিলভার লড়াইয়েও সেটি পেরে ওঠেনি ক্যারিবিয়ানরা। ইনিংস ব্যবধানের জয়ে নিউজিল্যান্ড পেল দুটি ‘প্রথম’ স্বাদ।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ১২ রানে জিতেছে নিউজিল্যান্ড।এই প্রথম কিউইরা টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারাল ক্যারিবিয়ানদের। আগের টেস্টে তাদের জয় ছিল ইনিংস ও ১৩৪ রানে।এই দুই দেশের লড়াইয়ে টানা দুটি ইনিংস জয়-পরাজয়ের ঘটনা আগে ছিল একবারই। সেই ১৯৫৬ সালে নিউজিল্যান্ডের মাটিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।দেশের মাটিতে হলেও কিউইদের কৃতিত্ব বেড়ে যাচ্ছে আরেকটি জায়গায়। দুই টেস্টেই ঘাসে ভরা উইকেটে টস হেরে আগে ব্যাট করেও ইনিংস ব্যবধানে জিতল তারা।পাশাপাশি, প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১৫ টেস্ট অপরাজিত থাকল নিউজিল্যান্ড। সবশেষ তারা হেরেছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েলিংটনে। এই জয়ের ফলে সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করেছে কিউইরা
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৪৬০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৩১/২য় ইনিংস : (ফলো অনের পর) (আগের দিন ২৪৪/৬) ৭৯.১ ওভারে ৩১৭ (জেসন হোল্ডার ৬১, জশুয়া ৫৭, জোসেফ ২৪, শেমার হোল্ডার ১৩*, গ্যাব্রিয়েল ০; সাউদি ২২-২-৯৬-২, বোল্ট ২১-৩-৯৬-৩, জেমিসন ১৫-৪-৪৩-২, ওয়্যাগনার ১৭.১-৪-৫৪-৩, মিচেল ৪-০-২০-০)।
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী
সিরিজ : ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ : হেনরি নিকোলস/ম্যান অব দা সিরিজ : কাইল জেমিসন