প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৪ পিএম | প্রিন্ট সংস্করণ
বিসিবি স্বার্থকভাবেই বঙ্গবন্ধু কাপ টুর্ণামেন্ট শেষ করতে পেরেছে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। চুড়ান্ত পর্যায়ের খেলার এই সময়ে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় তিনি এমনটিই জানালেন। করোনার কারনে অনেক সাবধানী হতে হয়েছে বিসিবিকে। যদিও এই কাপের আগে তারা টেস্টকেচ হিসাবে সফলভাবে শেষ করতে পেরেছে বিসিবি প্রেসিডেন্ট কাপ। তারপরেও জাতীর জনকের জন্মশতবার্ষিকীতে এই আয়োজন তাদেরকে নতুন মাত্রা দিয়েছে। ৫ দলের এই টুর্ণামেন্ট বলা যেতে পারে একবারেই শেষ প্রান্তে। আর মাত্র দুটি খেলা শেষ হলেই পর্দা নামবে এই টুর্ণামেন্টের। এই টুর্ণামেন্টের শেষের দিনে তিনি শুনালেন আরেকটি আশার খবর। টুর্নামেন্টটি নিয়মিত করতে পারলে তরুণ পারফর্মার খুঁজে পাবে বাংলাদেশ ক্রিকেট।সুজনের মতে, নতুন প্রতিভা খোঁজার এটি একটি পাইপ লাইন। এদেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টির আসর খুব বেশি বসে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে বিদেশিদের আধিক্য থাকে বেশি। বিদেশি আর জাতীয় দলের খেলোয়াড়দের ভিড়ে নিজেকে মেলে ধরার সুযোগ পান না তরুণ ক্রিকেটাররা। এবার পাঁচ দলীয় টুর্নামেন্ট হলেও, সেখানে বিদেশি রাখেনি বিসিবি। স্থানীয়দের নিয়ে আয়োজন করেছে বিশ ওভারের লড়াই।চলমান এই টুর্নামেন্টে পরীক্ষিতদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করছেন তরুণরা। কম যাচ্ছেন না ঘরোয়া লিগে খেলা রবিউল ইসলাম রবি, মুক্তার আলীরাও। এখানেই টুর্নামেন্টের সার্থকতা খুঁজে পেয়েছেন বেক্সিমকো ঢাকার হেড কোচ ও বিসিবি পরিচালক সুজন।তার তৃপ্তির কথা এভাবেই গণমাধ্যমকে জানালেন বিসিবির এই পরিচালক।‘আমি মনে করি এই টুর্নামেন্টের যেটা উদ্দেশ্য ছিল, সেটা বেশ ভালোভাবেই পূরণ হয়েছে। প্রত্যেকটা ম্যাচ দেখেন বেশ উত্তেজনাপূর্ণ । আবার অনেক ছেলে পারফর্ম করছে যাদেরকে আমরা আশাই করিনি।’এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে বাংলাদেশ ক্রিকেটে লাভ দেখছেন সুজন, ‘সাইফ হাসানের ব্যাপারে যে কথাটা উঠেছিল যে, সাইফ টি-টোয়েন্টি পারবে না। কিন্তু ও যেভাবে ব্যাট করেছে অনেককেই ভুল প্রমাণিত করে দিয়েছে। রবির কথা যদি বলেন, বিপিএল যদি ওভাবে হতো বিদেশি ক্রিকেটার থাকত, সে কোনও দলে খেলারই সুযোগ পেত না।‘এটা একট বড় সাইন যে আমাদের ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। জায়গা মতো ব্যাটিং করার সুযোগ পাচ্ছে। সুতরাং ভবিষ্যতে এই টুর্নামেন্টটা যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী কয়েক বছরে আমরা বেশ কিছু তরুণ ক্রিকেটার পেয়ে যাব। যারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলবে, আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করবে।’ যারা দলের কা-ারি হতে পারবেন- যোগ করেন সুজন।