প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:৩২ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৬ পিএম | প্রিন্ট সংস্করণ
উত্তরা মডেল টাউনে অবস্থিত রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো বেধনাবিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস। কোভিড মহামারির কারণে ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। বাঙালি জাতির চির বেদনার দিনটি পালন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলÑ কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি এবং নজিরবিহীন ভয়াল দিনটির তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। আলোচনা সভায় বর্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মমতা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক জয়নুল আবেদীন এবং জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল্লাহ মাসুম। অনুষ্ঠানে দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করে শোনান বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক জান্নাতুল ফেরদৌস রীমা। বাংলা ভিাগের প্রভাষক সোহেলী নাজিরের উপস্থাপনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের সকল আয়োজনে নিজ নিজ অবস্থান থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম এবং মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।