সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, রাঙামাটিতে নিহত ২, আহত এক সেনাসদস্য
প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৭ পিএম | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি দুল্লাছড়ি এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) মধ্যে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত এবং একজন সেনা সদস্য আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির দুল্লাছড়ি এলাকায় গতকাল সোমবার ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে সেনাবাহিনী একটি টহল দল। এ সময় টহলদল সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে টহল দলের সদস্যরাও পাল্টা গুলি করে। এই গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফের দুইজন সশস্ত্র সদস্য নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন নামে একজন সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হন। সেনা সদস্যরা পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আইএসপিআর আরও জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সদস্য এবং রাঙামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া সদস্যদের আটকের জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।