প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৭ পিএম | প্রিন্ট সংস্করণ
কি আছে চাঁদের মাটিতে? খবরটি শোনা মাত্র এরই মধ্যে নানা জল্পনা-কল্পনার শুরু হয়েছে মানুষের মধ্যে। এরই মধ্যে চাঁদ থেকে দুই কেজি ওজনের একটি পাথর খ- তুলে নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের চন্দ্রযান চ্যাং’ই ৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে। এরপর শুরু হবে পরীক্ষা, গবেষণা ও ফলাফল। সফল হলে তুলে ধরা হবে তা সবার সামনে। এমনটাই জানিয়েছে অন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়া।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে চন্দ্রযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন চালাতে হয় চন্দ্রযানটিকে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীন কালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে দুই কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫।