প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৯ পিএম | প্রিন্ট সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবার সেই কুষ্টিয়াতেই সাংবাদিক সমাবেশ করেছে বিএফইউজে। এ সমাবেশ অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সেই স্থান কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়েই। বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্যের সামনে গতকাল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় এ সমাবেশ। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশে অংশ নেন স্থানীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা, বিএফইউজের কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য জেলার সাংবাদিক নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা, ডিবিসি নিউজের চেয়ারম্যান সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরী, বিএফইউজের কেন্দ্রীয় মহাসচিব শাবান মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউল রহমান আতা, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রতন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাক কাজী শাহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে পুরো দেশের উপর ও সংবিধানের উপর এ হামলা উল্লেখ করে সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে মৌলবাদী, সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের এদেশে থাকার কোন অধিকার নেই। দেশের সরকারের কাছে আমাদের দাবি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। যাতে কেউ এ ধরনের কাজ আগামীতে না করতে পারে।’