২৭ জানুয়ারিতে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৯ পিএম | প্রিন্ট সংস্করণ
দেশ জুড়ে মহামারি করোনার সংক্রমণের কারণে পিছিয়ে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি ২০২১ইং তারিখে। এই নতুন তারিখ ঘোষণা করা হয় গতকাল সোমবার। তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এ বিষয়ে তিনি জানান, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে এবং ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের কথা ছিল এ বছরের ২৯ মার্চে। কিন্তু তা স্থগিতাদেশ দেওয়া হয় নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে মহামারি করোনার কারণে। নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় আগস্টের শুরুতে সরকার নিয়োগ দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক। এখন ইসির বাধ্যবাধকতা রয়েছে ৫ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার। যেহেতু পূর্ব ঘোষিত তফসিল মতে মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত হয়েছিল। তাই এ নির্বাচনে অংশ নেবেন আগের প্রার্থীরাই। এই নির্বাচনে মেয়র পদে সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। তবে চট্টগ্রাম সিটির ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জন্য নতুন করে তফসিল দেওয়া হয়েছে প্রার্থীর মৃত্যুজনিত কারণে। তাই আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এই ওয়ার্ডগুলোর আগ্রহী নতুন প্রার্থীরা। বাছাই হবে ৩১ ডিসেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত।