প্রকাশ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। গতকাল সোমবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিটিআরসি সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। ওই ধারায় আরো বলা হয়, একই আইনের ৭(১) ধারা অনুযায়ী বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদার সব সুবিধাদিসহ তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মূলত, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব পালন করেন একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা। বিটিআরসি সূত্র আরো জানায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রাক্তন সিনিয়র জেলা ও দায়লা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকেও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বিটিআরসির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে তিন বছরের জন্য। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ করেন মো. জহুরুল হক। শ্যাম সুন্দর সিকদার কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন আইসিটি বিভাগের সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। শ্যাম সুন্দর সিকদার শিক্ষাকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০০৫ সালে পদোন্নতি পেয়ে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব হন উপ-সচিব পদে। এরপর যোগদান করেন বিপিএটিসি পরিচালক হিসেবে। ২০০৯ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে যুগ্ম-সচিব পদে এবং ২০১০ সালে যোগদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। ২০১২ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েই অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভের কিছুদিন পর দায়িত্ব পালন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। ২০১৩ সালে যোগদান করেন তিনি বিসিকের চেয়ারম্যান হিসেবে। সর্বশেষ ৯ জানুয়ারি অবরোত্তর (পিআরএল) ছুটিতে যান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব থাকা অবস্থায়। শিক্ষা জীবনে ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অর্জন করেন এমএসসি ডিগ্রি। এরপর ২০০৮ সালে প্রথম শ্রেণিতে এমবিএ ডিগ্রি প্রাপ্ত হন নর্দান বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।