প্রকাশ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৭:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে শহিদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা মীরসরাই পৌরসভা মার্কেটের ২য় তলাস্থ মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলার প্রবীণতম মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার ফজলুল করিম। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন। আলোচনা করেন সাংবাদিকবৃন্দ যথাক্রমে রাজিব মজুমদার, নাছির উদ্দিন, রণজিত ধর, নুরুন নবী, ইমাম হোসাইন, আব্দুল মান্নান রানা, সানোয়ার ইসলাম রনি, জাবেদ হোসাইন, কামরুল হাসান, মীর হোসাইন প্রমুখ।
আলোচনার শুরুতে শহীদ বুদ্ধিজীবিগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা বক্তাগন তৎকালিন হায়েনা গোষ্ঠি দ্বারা দেশের মেধাবী ও গুণী লোকদের হত্যা করে এই দেশকে মেধাশূণ্য করার চেষ্টাকে ইতিহাসের একটি ঘৃণ্যতম দৃষ্টান্ত বলে আখ্যায়িত করে পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়। আলোচনা শেষে প্রেস ক্লাবের কর্মকর্তাগন সাধারন জনগনের মাঝে টি শার্ট ও মাক্স বিতরণ করেন। উক্ত কার্যক্রমে সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব মীরসরাই।