শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ধর্মান্তরিত হয়ে বিয়ে, অভিমান করে আত্মহত্যা: মর্গের লাশ পাবে কে?
আজিজ উল্লাহ, টেকনাফ থেকে
প্রকাশ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৫:০১ পিএম | অনলাইন সংস্করণ

টেকনাফের বাহারছড়া দক্ষিণ শিলখালী চাকমা উপজাতি কিশোরী ধর্মে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার এক বছরের মাথায় আত্মহত্যা করেছে। লাশ পড়ে রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে লাশ নিয়ে ইতস্ততায় কর্তৃপক্ষ তাই পুলিশ পরামর্শ প্রদান করেছে আদালতের দারস্থ হতে আদালতের আদেশের পর মিলবে মুসলিম স্বামী পক্ষ পাবে নাকি কিশোরীর বাবা?এদিকে তার রয়েছে ১৫দিনের একজন নবজাতক শিশু।

১৩ নভেম্বর দুপুরে মেযেটির বাবা হাসপাতাল চত্বরে বুক চাপড়িয়ে কাঁদছিলেন আর দাবী করছিলেন “জীবিত মেয়েকে ঘরে ফিরিয়ে দিতে পারেননি অন্তত মৃত মেয়েকে ফেরৎ দেন। লাশটি বুকে জড়িয়ে নিয়ে যাই আর স্ব সম্মানে সৎকার করি ধর্মীয় মতেচ্। সন্তানের লাশের এ আকুতিভরা কান্না ভারী করে উঠছিল হাসপাতালের পরিবেশ। অন্যদিকে মেয়েটি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছে একজন মুসলিমকে। তাই লাশটি মেয়ের বাবাকে দেয়া যাচ্ছেনা, আবার বাবার অভিযোগের কারনে লাশটি স্বামীকেও দেয়া যাচ্ছেনা। বাবার দাবি তার মেয়ে নাবিলা। তাই এই বিয়ে বৈধ নয়। মেয়েটিকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে।

হাসপাতালে বসে কথা হয় বাবা লালা অং চাকমার সাথে। তিনি জানান তারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শিলখালী চাকমা পাড়ার বাসিন্দা। তার মেয়ে লাকিংমে চাকমা শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। চলতি বছরের জানুয়ারির পাঁচ তারিখ আমার মেয়েকে বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণ করে সিএনজি যোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে এবং ধাওয়া দেয়। পরর্বতীতে আমরা জানতে পারি অপহরণকারীরা ছিল মো: আতাউল্লাহ, মো: ইয়াসিন, মো: ইসা ও মো: আবুইয়া সহ আরো চার – পাঁচ জন। জন্মসনদ অনুসারে অপহরণেরদিন আমার মেয়ের বয়স ছিল ১৪ বছর ১০ মাস। ঐদিন মামলা করার জন্য টেকনাফ থানায় গেলে তৎকালীন ওসি প্রদীপ কুমার সাহা আমাদের মামলা না নিয়ে সাধারণ ডাইরী করার পরামর্শ দেন। পুলিশ কোন সাহায্য না করায় চলতি বছরের ২৭ জানুয়ারি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মেয়েকে উদ্ধারের জন্য মামলা করি। থানা -পুলিশ- আদালত কেউ আমার মেয়েকে উদ্ধার করে দিল না। মেয়েকে কত জায়গায় খুঁজলাম পেলাম না। অবশেষে অপহরণের ১১ মাস ৬ দিন পর ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা পুলিশ আমাকে ডাকে সদর হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করার জন্য। আমি আমার মেয়েকে শনাক্ত করি কিন্তু পুলিশ আমাকে লাশ দেয় না। তারা বলে আমার মেয়েকে নাকী অপহরণকারী মো: আতাউল্লাহ ( পিতা নুর মোহাম্মদ, মাথাভাংগা, বাহারছড়া, টেকনাফ) ধর্মান্তর করে বিয়ে করেছে। এ কেমন অবিচার। আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেল, জোর করে ধর্মান্তর করল, জোর করে নাবালিকা মেয়েকে বিয়ে করল এবং অত্যাচার করে মেরে ফেলল। এখন যখন মেয়ের মৃত দেহ পেলাম তখন লাশের জন্য বিচার কেন।

লাকিংমের লাশ নিয়ে কথা হয় কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক সেলিম উদ্দিনের সাথে। তিনি বলেন অপমৃত্যু হলে হাসপাতাল কতৃপক্ষ তদন্তের জন্য আমাদেরকে ডাকে। এ মামলায়ও আমাদের ডেকেছে কিন্তু ভিন্ন ধর্ম দুপক্ষ লাশ দাবী করায় বিস্তারীত তদন্তের জন্য এডি এম আদালত আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা তদন্ত রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছি। লাশ কে পাবে সে রায় দেবে আদালত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]