বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্যামসাং ডিসপ্লে কারখানা চীন থেকে ভারতে
প্রকাশ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৪:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ

পরিকল্পনা অনেক আগের। চীন থেকে ডিসপ্লের কারখানা সরিয়ে নেওয়ার। এতদিন   তা কেবল জল্পনাতেই ছিল। এবার সে অনুযায়ী পুরোপুরি প্রস্তুতিও শুরু হয়ে গেছে। চীন থেকে ডিসপ্লের কারখানা ভারতে সরিয়ে নিচ্ছে স্যামসাং। উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন ডিসপ্লে কারখানা।উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নয়ডায় ৪৮ দশমিক ২৫ বিলিয়ন রুপি খরচ করে ডিসপ্লে কারখানা তৈরি করার জন্য দক্ষিণ কোরিয়ার বহুমাত্রিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংকে তারা সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।এই মুহূর্তে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট, যেখানে পরবর্তীতে আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে এ দেশে চীনা স্মার্টফোনের রমরমা ব্যবসায় হয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে চীনের আক্রমণে কয়েকজন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারতে চীনা পণ্য বয়কটের ডাক উঠলেও, এখনও পর্যন্ত ভারতে চীনের একাধিক স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।কিন্তু ভারতে স্যামসাংয়ের বাজারও খুব একটা খারাপ না না। এই কোম্পানির বিভিন্ন ধরনের স্মার্টফোন ভোক্তাদের সহজেই আকৃষ্ট করতে পারে। ভারতের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত দুই শ্রেণীর মানুষই স্যামসাংয়ের ভোক্তা। আর সে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেটে স্যামসাংও বাজার ধরে রাখার চেষ্টা করছে।চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার দেশে স্মার্টফোন প্রোডাকশন বিপুল হারে বাড়ানোর জন্য ৬ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে। মোট ১৬টি কোম্পানি এই অনুদান পাবে। এদের মধ্যে রয়েছে স্যামসাং, অ্যাপল, ফক্সকন, উইস্ট্রন এবং পেগাট্রন।
গত শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে কারখানা তৈরির জন্য ৭ বিলিয়ন রুপি আর্থিক সুবিধা ভোগ করবে স্যামসাং। কারখানার জন্য জমি স্থানান্তরকরণে প্রদেয় ট্যাক্স থেকেও ছাড় দেওয়া হবে সংস্থাটিকে। উত্তরপ্রদেশে স্যামসাংয়ের এই নতুন কারখানা একবার তৈরি হয়ে গেলে সেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও হবে। তবে ভারতে এটাই প্রথম কোনো কারখানা নয়, ইতোমধ্যেই উত্তরপ্রদেশে সংস্থাটির বিশাল একটি মোবাইল ফোনের উৎপাদন কেন্দ্র রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]