যে কারনে অভিনয়ে নেই কুসুম
প্রকাশ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৪:১৭ পিএম আপডেট: ১৪.১২.২০২০ ৪:২১ পিএম | প্রিন্ট সংস্করণ
গেল দুই বছর দুই পর্দার কোথাও নেই জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। আড়ালে আছেন তিনি। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে হানিফ সংকেতের ‘শেষ-অশেষ’ শিরোনামের একটি নাটকে। এর আগে গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বড়পর্দায় এটিই তার শেষ ছবি। কুসুম ভক্তদের একটাই প্রশ্ন কেন অভিনয় থেকে দুরে তিনি? আদৌ কী তিনি অভিনয়ে ফিরবেন? এ প্রসঙ্গে জানতে চাইলে কুসুম বলেন, অভিনয় না করার তো অবশ্যই কিছু কারণ আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আমার অভিনয়ে আরো বেশি মনোযোগী হওয়ার কথা ছিল। কিন্তু আমি অভিনয় থেকেই দূরে আছি। এই দূরে থাকার অন্যতম কারণ হলো ব্যক্তিগত। এরবেশি আর কিছু বলতে চাই না। সম্প্রতি একটি কবিতার ভিডিওতে দেখা দিয়েছেন তিনি। ‘জলকন্যা’ শিরোনামের একটি কবিতার মডেল হয়ে অন্যরকম ভাবে দর্শকের সামনে আসেন তিনি। মডেল হওয়ার পাশাপাশি কবিতাটি তারই লেখা। এছাড়া কন্ঠও দিয়েছেন তিনি নিজেই। কবিতাপ্রেমিদের কাছ থেকে বেশ প্রশংসাও পান কুসুম। অভিনয়ের বাইরে ‘শঙ্খচিল’খ্যাত এই অভিনেত্রী এখন লেখালেখিতেই ডুবে আছেন । দীর্ঘদিন থেকেই লেখালেখি করছেন বলে জানান।