প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আহ্বানে সারাদেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করা মানে বাংলাদেশকেই অসম্মান করা। স্বাধীনতা বিরোধীরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানে বাঙালি জাতিসত্ত্বার উপর আঘাত করা। এই হামলা রাষ্ট্র ও সংবিধানবিরোধী। যারাই এই কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছ, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের দিকে এগোচ্ছে তখন এ ধরনের ঘটনা বিএনপি-জামায়াতের ইন্ধনে হতে পারে বলে অনেকে মনে করেন।
তারা আরও বলেন, দেশ যখন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের দ্বারপ্রান্তে, তখন কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে জামায়াত বিএনপির ইন্ধনে আলেম সমাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। দেশকে পিছিয়ে দিতে উন্নয়ন অগ্রগতির রোধ করার চেষ্টা করছে।
একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন এবং সকল জেলা চেম্বারও তাদের স্ব স্ব জেলায় ব্যবসায়ীদের নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনকের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
মানববন্ধনে সভাপতিত্ব করছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। উপস্থিত ছিলেন, পোশাকশিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীমহল।