প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অমøান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সমাবেশ করেন।এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্র্রত কুমার সিকদার,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার,জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম,জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।