প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” শ্লোগান নিয়ে শনিবার ( ১২ ডিসেম্বর ) সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত জেলা ও দায়রাজজ এ এইচ এম এসমাইল হোসেন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন বিপিএম-পিপিএম, বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুস সালাম, জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মৃধা প্রমূখ।