প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ
'জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান'-এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ময়ময়সিংহের হালুয়াঘাটে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানভীর আহমেদ, কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান,অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা,একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আবারও ৭১'র পরাজিত শক্তি সোচ্চার হয়েছে। মৌলবাদী ও উগ্রপন্থিদের কাছ থেকে দেশকে ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে সজাগ থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সোনার বাংলার রূপকার, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।