প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি কারিগরি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পুলকের হাত থেকে ¤্রষ্ঠেত্বের পুরস্কার গ্রহন করেন কর্মগুনে আলো ছড়ানো ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মিজানুর রহমান। সুনিদিষ্ট ও পরিমাপযোগ্য মানদন্ডের ভিত্তিত্বে কর্মচারিদের কাজের মুল্যায়ন করা’ অনলাইনে কর্মচারিদের পৃথক আইডি তৈরির মাধ্যমে প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা’ কর্মপরিবেশ উন্নয়নপুর্বক মানসমুহ কাজের মুল্যায়ন করার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করণ’ দুনীর্তিমুক্ত পরিবেশ তৈরি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করাসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসক শ্রেষ্ঠত্বের এ পুরস্কার বাজিমাত করেন।
গ্রাম শহরসহ জেলার সর্বত্রই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশাপাশি বেকার, ভূমিহীন, অনাথ, দু¯’, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী’ দরিদ্র, অসহায়সহ ঝুঁকিতে থাকা শিশুদের সহায়তা সেবাতেও বিরল দৃষ্টান্ত ¯’াপন করেছেন ময়মনসিংহের জনবান্ধব মানবদরদী জেলা ডিসি মিজানুর রহমান।
ভূমি অফিসসহ জেলা প্রশাসকের অধিন¯’ সকল অফিসের গ্রাহক হয়রানির চিরচারিত প্রথা ভেঙ্গে দিয়ে দ্রুততম সময়ের গ্রাহক সেবা প্রাপ্তি নিশ্চিত করেছেন তিনি।ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মিজানুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহসহ গুটা বাংলাদেশের অমুল উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশিত পথ অনুসরণ করেছি বলেই সফল হয়েছি।