প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৫:২৭ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতীক পেতে চান শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল। পৌরসভাটিতে নৌকার মাঝি হতে ইতিমধ্যে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, শরীয়তপুর পৌরসভার গত নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন নুরুল আমিন কোতোয়াল। হেভিওয়েট প্রার্থী হওয়ার পরেও দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল আমিন কোতোয়াল শরীয়তপুর পৌরসভায় মনোনয়ন প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি দূর্দিনে দলের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছেন। তিনি কখনো দলের প্রশ্নে কারো সঙ্গে আপোস করেন নাই। সর্বদা দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এ নেতা। এবার তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন বলেও আশা তাদের। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলেও মনে করে পৌরসভার অনেক বাসিন্দা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন কোতোয়াল বলেন, পিছিয়ে পড়া শরীয়তপুর পৌরসভাকে একটি আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত পৌরসভায় রূপান্তরিত করতে আমি এবারও মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। গতবার দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবার বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আশা ও বিশ্বাস করছি। আর মনোনয়ন পেয়ে আমি বিজয়ী হয়ে অবহেলিত শরীয়তপুরকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করবো। আর আমি জনগণের শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। এ জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।’