প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৫:২৫ পিএম | অনলাইন সংস্করণ
চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে দিবসটি। এই দিবসকে সামনে রেখে শনিবার (১২ ডিসেম্বর) আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতীর পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এম.পি, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রুবিনা আক্তার মিরা এম.পি, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডঃ সাজ্জাদ হোসেন, সেক্রেটারি লিয়াকত হোসেন, পরিচালক লায়ন ইউসুফ খান, মোঃ হাবিব উল্লাহ তুহিন, কামরুল হাসান ইমন,মাহাবুবুর রহমান,আইয়ুব হোসেন উজ্জল, বিসিএস কম্পিউটার সমিতির সভাপতি সহিদ উল মনির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পরিচালক মুজাহিদ আল বিরুনী সুজন, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, পরিচালক সাইদুর রহমান, রুহুল কুদ্দুস ছোটন,চেয়ারম্যান ব্র্যান্ড এন্ড মার্কেটিং সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকে আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ করছি যার হাতেই আধুনিক বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ভিত্তিটি রচিত হয়েছিল। সদ্য স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, আমাদের দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে দেশের জনগণ করোনা মহামারীতেও সংযুক্ত থাকতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত, সরবরাহ ব্যবস্থা এমনকি বিচারিক কাজ সচল রাখা সম্ভব হয়েছে। দেশের ১৭ কোটি মানুষের কাছে এই ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ প্রতিটি ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হচ্ছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ দিবস এর পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।