প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৫:০৮ পিএম | অনলাইন সংস্করণ
মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব । এর ভেতর ভ্যাকসিনটা অনেক আশা জাগিয়েছে । তবে তা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অনেকের । তার ভেতরও নতুন আশার আলো দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) করোনাভাইরাসের টিকা ক্রয় ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে । এডিবির সদস্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এর সুবিধা পাবে। এর সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এডিবির সদস্য দেশগুলো তাদের জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টিকা কেনা এবং নিরাপদে, সমানভাবে ও কার্যকর উপায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে তাদের অর্থের প্রয়োজন হবে। এপিব্যাক্স আমাদের উন্নয়নশীল সদস্যদের এই করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে, মহামারি কাটিয়ে উঠতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার জানান, “নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।”