প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৩:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফের খারাংখালী নাফ নদীর সীমান্ত হতে বিশাল একটি ইয়াবার চালান প্রবেশের সময় বিজিবি'র সদস্যরা ১ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সূত্র জানায়, শনিবার (১২ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে নতুন পাড়া শামসুদ্দিনের মৎস্য ঘেঁরের পাশে একটি বিশেষ টহল দল কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৬/৭জনের একটি দল মাঠ দিয়ে পশ্চিম দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার কারণে প্রজেক্টের পাশ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে তাদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের পুটলা উদ্ধার করে। ভোর পর্যন্ত ঘটনাস্থল তল্লাশী করে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পরে পুটলাসমুহ ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩কোটি টাকা মূল্যমানের ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত এই ইয়াবার চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
/ই