প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ১০:০৭ এএম | অনলাইন সংস্করণ
নির্বাচনের ফল বাতিলে মার্কিনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থনে যে মামলা করা হয়েছিল তা খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল বৈধ না দাবি করে গত সপ্তাহে মামলাটি দায়ের করে টেক্সাস অঙ্গরাজ্য। ওই চারটি অঙ্গরাজ্যেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন।
শুক্রবারমামলা খারিজ করার কারণ হিসেবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলা করার কোনো আইনি সক্ষমতা টেক্সাসের নেই। ‘অন্য একটি রাজ্যের নির্বাচনে টেক্সাসের কোনো বিচারিক আগ্রহ থাকতে পারে না।’
সুপ্রিম কোর্টে মামলাটি খারিজ হওয়ার কারণে ট্রাম্প আরও একটি বড় ধাক্কা খেলেন। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ট্রাম্প। মামলাও করেছেন অনেকগুলো। তবে কোনোটিতেই বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথে বাধা তৈরি করতে পারছেন না। এর আগে পেনসিলভানিয়াতেও বাইডেনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে আদালত।
উল্লেখ্য, গত ৩ নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিপরীতে ২৩২ ইলেকটোরাল ভোট পান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এছাড়া ভোটের হিসেবে বাইডেন ট্রাম্পের থেকে সাত মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।