সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রংধনু মুরগির বাচ্চা!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১০:০০ পিএম | অনলাইন সংস্করণ

রংধনু মুরগির বাচ্চা! কি নিশ্চয় অবাক হচ্ছেন।  রংধনুর মত এই সাত রঙের মুরগির বাচ্চা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে সিরাজগঞ্জ জেলায়।

সিরাজগঞ্জের ৯টি উপজেলার শহর ও গ্রামগঞ্জের হাট-বাজার, পাড়া-মহল্লার বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে ছোট-ছোট বাহারি রঙের এই মুরগির বাচ্চা। সত্যিই কি মুরগির বাচ্চাগুলো এরকম, নাকি বাচ্চাগুলোকে রঙ করানো হয়েছে এমন প্রশ্ন সকল ক্রেতাদের।

এই বাচ্চাগুলো লেয়ার মুরগির সাদা বাচ্চা।  প্রযুক্তি ব্যবহার করে তা আকর্ষণীয় করে তোলা হয়েছে বলে চট্টগ্রাম থেকে আসা মুরগি বিক্রেতা রায়হায় হোসেন জানিয়েছেন। মোট ৭টি রঙ্গ ব্যবহার করা হয়েছে।  তবে বাচ্চাগুলোর মৃত্যুর ঝুঁকি অনেক কম বলে লাভও হয় অধিক।  স্বাভাবিক মুরগির বাচ্চার মতোই এদের খাবার।

প্রতিটি বাচ্চার দাম নেওয়া হচ্ছে ৩০ টাকা।  বাচ্চাগুলোর গায়ের রঙ সর্বোচ্চ এক মাস পর্যন্ত থাকে।  বাচ্চাগুলো অধিক বিক্রির আশায় ক্রেতাদেরকে আকৃষ্ট করার লক্ষে মুরগি বিক্রেতারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন।  বাচ্চাগুলো সৌখিন ও শিশুদের খুবই পছন্দের।  ব্যতিক্রম এই বিভিন্ন রঙয়ের বাচ্চা যে দেখছেন সেই কিনছেন।

সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার মোড়ে দেখা যায়, রঙিন মুরগির প্রায় ২ শতাধিক বাচ্চা নিয়ে বসে আছেন বিক্রেতা।  আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিন্নভাবে উপস্থাপন করছেন।  তাকে ঘিরে রয়েছেন অনেক মানুষ।  অনেক ক্রেতা আকৃষ্ট হয়ে বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন।  তবে এই সকল বাচ্চাগুলো বোম্বের ম্যাজিক মুরগি বলছেন বিক্রেতারা।

পৌর এলাকা সয়াধানগড়া গ্রামের ক্রেতা ফারজানা খাতুন বলেন, এ রকম মুরগির বাচ্চা আগে কখনো দেখিনি।  সত্যি এই বাচ্চাগুলোকে অদ্ভুদ লাগছে।  অনেক নাদুস-নুদুস।  যদিও রঙ করা তারপরেও অনেক সুন্দর।  আমার ছোট ছেলের জন্য ৭টি রঙয়ের ৬টি বাচ্চা ১৮০ টাকায় কিনলাম।  এই বাচ্চাগুলো দেখে ছেলে অনেক খুশি হবে।

মুরগি বিক্রেতা রায়হান হোসেন বলেন, এই বাহারি রঙের মুরগির বাচ্চাগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।  বাচ্চাগুলো চট্টগ্রাম থেকে ক্রয় করে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিক্রি করছি।  লাভও ভালো হচ্ছে।  এগুলো সহজেই মরেনা।  যার কারণে ক্ষতির সম্ভাবনা খুবই কম। প্রতিদিন ২৫০-৩০০টি পর্যন্ত বাচ্চা বিক্রি করা হয় বলেও জানান তিনি।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]