প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ
এবার শীত যে জেকে বসবে তার সম্ভাবনা বেস আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল কারণ হরহামেশায় ভরদুপুরেও সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। কিন্ত এখন যা হচ্ছে তা শৈত্যপ্রবাহ না, বরং দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে। আগামী চার-পাঁচ দিন এমনই থাকবে।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জানান, ‘১৭-১৮ ডিসেম্বর থেকে দেশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এসময় সাধারণত রাতের তাপমাত্রা কমতে থাকবে। এছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।’
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রী সেলসিয়াস।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।