প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
আজ শুক্রবার সখীপুর উপজেলা পরিষদ হল রুমে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার সখীপুর এর শুভ উদ্ধোধন ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান। ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা ডাঃ এম,এ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল সখীপুর টাঙ্গাইল ০৮ আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নাসরিন বেগম, সহ সভাপতি, কিডনী এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মুহাম্মদ আমিন শরীফ সুপন উপসচিব, স্হানীয় সরকার মন্ত্রণালয়।
আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শওকত আলী,সখীপুর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্দ্রিস আলী সিকদার, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলীম মাহমুদ, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিক ই রাসেল, সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আহম্মদ আলী মিয়া, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শাহনাজ বেগম নাজ, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্লানিং অফিসার ডাঃ মোঃ আব্দুস সোবহান, সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ সহ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজওয়ান সালেহীন, নির্বাহী পরিচালক, কিডনি এওয়ারনেস মনিটরিং প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন শাহীন রেজা নূর, সাধারণ সম্পাদক, কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।