প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৮:৫১ পিএম | অনলাইন সংস্করণ
মেহেন্দিগঞ্জের সদর ও চানপুর ইউনিয়নে মেঘনার মোহনা ইলিশা নদীর ব্যাপক ভাঙ্গনে হাজারো মানুষ ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত। ঠিক ওই স্থানেই গভীর রাতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে মেহেন্দিগঞ্জের ক্ষমতাশীল দলের বালু খেক চক্রটি। চানপুর ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের মানুষ নিজ উদ্দ্যেগে নদী ভাঙ্গন রোধে চাঁদা উত্তোলন করে জিওব্যাগ ফেলছে ইলিশা নদীতে, অপরদিকে প্রশাসনের সামনেই কোন অদৃশ্য শক্তিতে ইলিশা নদীতে ভাঙ্গন এলাকায় বালু উত্তোলন করায় স্তব্ধ স্থানীয়রা।
বালু উত্তোলনের বিষয়টি ইউএনও পিজুস চন্দ্র দে'কে মৌখিক জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি তিনি। গোপনে অনেকের মুখে শুনা যায় প্রশাসনকে মাসোয়ারা দিয়েই দীর্ঘদিন বালু উত্তোলন করছে ওই চক্রটি। মেহেন্দিগঞ্জেরর চারদিকেই নদী ভাঙ্গন এলাকা হওয়াতে সরকারী ভাবে কোন বালু উত্তোলনের অনুমতি নেই। কিন্তু সরেজমিনে দেখা যায় মেহেন্দিগঞ্জে থেমে নেই বালু উত্তোলন। মাঝখানে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজ্বস্ব।
একদিকে নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন, আর অপরদিকে স্ব উদ্দ্যোগে এলাকাবাসী ভাঙ্গন রোধে চাঁদা তুলে ভাঙ্গন রোধের চেস্টা এ যেন ভূতের মুখে রাবনের গল্প। এলাকাবাসীর দাবী অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে নদী ভাঙ্গনের ফলে মানচিত্র থেকে হারিয়ে যাবে মেহেন্দিগঞ্জ ও চানপুর দুটি ইউনিয়নের সিংহভাগ গ্রাম।